সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে বিএনপির মিছিল থেকে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের কিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরোনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক মোসতাক আহমদ।
তিনি বলেন, সিলেট আলিয়া মাদ্রাসা অভিমুখে বিএনপির একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে সারদা ভবনের হল রুমে ঢুকে পড়ে কয়েকজন। তারা ঢুকেই নাট্যকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় কথাকলি সিলেটের আমিরুল ইসলাম বাবু, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাত পান।
মোসতাক আহমদ বলেন, সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সারদা ভবন। এ উপলক্ষ্যে সারদা হল মিলনায়তনে তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
‘আর সেই নাট্য উৎসবের মঞ্চ লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। পরে হল রুমে ঢুকে চেয়ার ছুঁড়ে মারতে থেকে বিএনপির কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন নাট্যকর্মী।’
সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর প্রতিক্রিয়া বক্তব্য নেয়ার জন্য তার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।
হামলার পর বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন সংস্কৃতিকর্মীরা।
এদিকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বিবৃতিতে কারা বলেছেন, নাট্যকর্মীদের ওপর ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উদীচী শিল্পগোষ্ঠী।