শনিবার , ১ জুলাই ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫, নিখোঁজ ৪

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজের পাঁচ জন শ্রমিক দগ্ধ ও চার জন নিখোঁজ রয়েছেন। দগ্ধদের মধ্যে দুই জনকে বরিশাল মেডিক্যাল কলেজ ও তিন জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেেছ। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

শনিবার দুপুর দুইটার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপো তেল খালাস করতে পেট্রল ও ডিজেল নিয়ে আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় হঠৎ বিকট শব্দে বিস্ফেরণ হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তিনি জানান, জাহাজে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক