শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ 

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২২, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

বিএনপির তিন সংগঠনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

‘তরুণ প্রজন্ম দেব ভোট, রাজপথে বিজয় হোক’ স্লোগানে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথ উদ্যোগে এ কর্মসূচি। সমাবেশ থেকে এক দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে সমাবেশে অংশ নিতে তিন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন‌। সকাল ১১টার দিকেই দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে সামনের সড়কের একদিকে শাহবাগ, অন্যদিকে মৎস্যভবন মোড় ছাড়িয়ে গেছে।

এতে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মূল মঞ্চে জাসাসের শিল্পীরা গান গান। সমাবেশে হাজারো নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করছে পুরো এলাকা।

সমাবেশ থেকে এ প্রজন্মের নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে তারুণ্যের এ সমাবেশ সঞ্চালনায় রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের সমন্বয়ে আজকের সমাবেশ। এতে সমাবেশে চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য, ভোট না দিতে না পারা তরুণ-তরুণীসহ এই সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

গত মাসে চট্টগ্রাম থেকে প্রথম তারণ্যের সমাবেশ শুরু হয়। এরপর বগুড়া, বরিশাল, সিলেট, খুলনায় তারুণ্যের সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

৪০ বুদ্ধিজীবীর বিবৃতি বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ: কাদের

নির্বাচনের আগের রাতে ৪ প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ৪৫০ দিন পর কারামুক্ত হলেন খাদিজা

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান

‘হাওয়া’ নিয়ে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

র‌্যাব বাদ, সাগর-রুনি হত্যা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স: হাইকোর্ট

অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নৌকার বিপক্ষে অবস্থান নিশ্চিত হলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি