এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ। টান-টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুই দল করেছে মোট সাত গোল। বাংলাদেশ হেরেছে ৪-৩ ব্যবধানে।
বৃহস্পতিবার (৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতায় থেকে বিরতিতে যায় হংকং।
বিরতির পর দ্রুতই দুই গোলের লিড নেয় হংকং। গোল শোধ করতে প্রাণপণে লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা।
এরপর সময় যতো এগিয়েছে বাংলাদেশের ওপর তত চাপ বাড়িয়েছে হংকং। হামজারা পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ।
এক পয়েন্ট নিশ্চিতের আনন্দে এসময় স্টেডিয়ামের পুরো গ্যালারি মেতে উঠে। কিন্তু সেই আনন্দ এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। হংকংয়ের রাফায়েল মার্কিসের গোলে নিস্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। ৪-৩ গোলে হংকং এগিয়ে যাওয়ার পরমুহূর্তেই কুয়েতি রেফারি সওদ আলসামহান ম্যাচ শেষের বাঁশি বাজান।












The Custom Facebook Feed plugin