রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

হত্যা মামলায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১২, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

এদিন সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে তোলা হয়।

এর আগে গত ১ জানুয়ারি সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলো। সেদিন প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেন। তবে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার বরাতে সুলতান মাহমুদ জানান, গত বছরের ৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।

আগামী ২৩ জানুয়ারি উক্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক