ইসরাইল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।
অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী মন্তব্য করে বাইডেন বলেছেন, আমেরিকা এখনও সারা বিশ্বের জন্য একটি বাতিঘর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেওয়া হবে না।
মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে বাইডেন বলেন, চলমান সংঘাত গাজা-ইসরায়েল ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। ফলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।
গত বুধবার তেল আবিব সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন জো বাইডেন। এসময় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।












The Custom Facebook Feed plugin