মিরসরাইয়ে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া সেই মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে আরও এক যুবক নিহত হয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই তোফায়েল আহম্মদ বলেন, পাহাড়তলী স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় মহানগর প্রভাতী ট্রেনের নিচের কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও তিনি জানিয়েছেন।
এর আগে দুপুরে মিরসরাইয়ের বরা তাকিয়া রেলক্রসিং এলাকায় মহানগর প্রভাতী ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত আরও ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।












The Custom Facebook Feed plugin