প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তারা মুখে ধর্মের কথা বলে কিন্তু আসলে সন্ত্রাস করে। শনিবারের বাস পোড়ানোর ঘটনায় তাদেরকে দায়ী করে তিনি বলেন, আবার ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও শুরু করেছে তারা।
রোববার সকালে গণভবন থেকে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আলেমদের সাথে কথা বলেন।
সারাদেশে মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের পঞ্চম দফায় যাত্রা শুরু করা মসজিদগুলোর নামের তালিকা পড়ে শোনান প্রধানমন্ত্রী।
তিনি এসময় আলেম-ইমামদের জঙ্গিবাদসহ সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শান্তির ধর্ম ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে জঙ্গিবাদ। বিএনপি সন্ত্রাসী কাজ চালাতে গিয়ে মসজিদ মন্দির কোনো জায়গায়ই বাদ দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করে পঞ্চম পর্বে আটটি বিভাগের ৩৪টি জেলার এ মসজিদগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে নতুনগুলোসহ প্রধানমন্ত্রী এ পর্যন্ত ২৫০টি মসজিদ উদ্বোধন করেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং এর সচিব এমডি এ হামিদ জমাদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।