শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ

ঘোষণা করা হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ। বরাবরের মতো এবার আর অক্টোবর নয় আসছে বিশ্বকাপ মাঠে গড়াবে জুন মাসে। সব ঠিক থাকলে ৪ জুন শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩০ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সহযোগী দেশ হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র।

ওডিআই বিশ্বকাপের অফিশিয়াল প্রোমো রিলিজ হতেই বেজেছে দামামা। সমর্থকদের যেন আর তর সইছে না। নতুন করে আরো একবার ক্রিকেটাঙ্গন ভরে উঠবে টইটুম্বর উত্তেজনায়।

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যখন শুরু হলো মাতামাতি তখনই সেই ঢাকে পড়লো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর কাঠি। ঘোষণা করা হলো শর্টার ফর্মেটের বিশ্বকাপের তারিখ।

অক্টোবর নয়, সব ঠিক থাকলে ৪ জুন ২০২৪ এ শুরু হয়ে বিশ্বকাপের পর্দা নামবে ৩০ জুন ২০২৪।

ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সহ-আয়োজক হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটার ক্রিকেটীয় অবকাঠামোর দুর্বলতায় জেগেছিল শঙ্কা। পারবে তো ইউএসএ।

সেই শঙ্কাকেই যেন তুড়ি মেরে উড়িয়ে দিলো ওরা। মার্কিন মুলুকে এই মুহূর্তে সগৌরবে চলছে নয়া টি-২০ লিগ। প্রথমবারের মতো মেজর ক্রিকেট লিগ আয়োজন করে দেখিয়ে দিলো ওরা কতটা প্রস্তুত। টাইম ইজ মানি এই নীতিতে বিশ্বাসী মার্কিনীরা মাঠে বসে ক্রিকেট দেখে, গলা ফাটায় প্রিয় দলের জন্য।

নতুন হোস্ট কান্ট্রি সাথে নতুন নিয়মে মাঠে গড়াবে আসছে বিশ্বকাপ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে মোট ২০টি দল।থাকছে না কোনও ‘সুপার ১২’। ২০ দল খেলবে চার গ্রুপে ভাগ হয়ে।প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে ‘সুপার ৮’ এ। আবারো চার দলে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।

গেলো বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে আসছে বিশ্বকাপে। র‌্যাংকিংয়ের বিচারে সেরা দলে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে দুটি করে, পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাই থেকে একটি এবং আমেরিকা অঞ্চলের বাছাই থেকে একটি দল জায়গা পাবে মূল পর্বে।

সর্বশেষ - আন্তর্জাতিক