মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৬, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো বাংলাদেশ। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়ায়’ চূড়ান্ত করা হয়েছে আয়োজক। প্রত্যেক বিড খুবই সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছে আইসিসি বোর্ডের সাব-কমিটি, যার প্রধান ছিলেন মার্টিন স্নিডেন। তার সঙ্গে ওই কমিটিতে আরও ছিলেন ক্লেয়ার কনর, সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট। সেখানে বাংলাদেশের নাম এসেছে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার অভিজ্ঞতা আছে অবশ্য বাংলাদেশের। ২০১৪ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গেই মেয়েদেরটিও আয়োজন করেছে বিসিবি। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

অর্থাৎ ১০০ বছর পর আবারও বৈশ্বিক এই প্রতিযোগিতা ফিরছে লাল-সবুজ দেশে।

২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়েদের আইসিসি ইভেন্ট:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ

২০২৫ ওয়ানডে বিশ্বকাপ: ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড

২০২৭ চ্যাম্পিয়নস ট্রফি: শ্রীলঙ্কা (যদি তারা যোগ্যতা অর্জন করে)

তথ্যসূত্র: ক্রিকইনফো

সর্বশেষ - আন্তর্জাতিক