আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
এর আগে, রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে আটকের কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।












The Custom Facebook Feed plugin