রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাণিজ্য মেলার কর্মযজ্ঞ শুরু

প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২১ ৬:৫৪ পূর্বাহ্ণ

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২০২২ সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। ফলে সেখানে শুরু হয়েছে বিশাল এক কর্মযজ্ঞতা।

এ মেলা আয়োজনের পূর্ণ প্রস্তুতি নিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি)।

এদিকে, মেলায় অংশগ্রহণে ইচ্ছুক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো মেলার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১৯৯৫ সাল থেকে গত ২৫টি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাণিজ্য মেলা মাঠে হয়ে আসছিল। যার ফলে ওই এলাকায় মেলা চলাকালীন সময়ে যানজট অনেক বেশি বেড়ে যায়। এবার এই যানজট কমাতে প্রথমবারের মতো ঢাকা শহরের অদূরে অনুষ্ঠিত হচ্ছে মেলা।

পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে ২০১৭ সালে ২০ একর জায়গায় একটি এক্সিবিশন সেন্টার তৈরির ঘোষণা করে সরকার। চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে বাণিজ্য মেলা ও প্রদর্শনীর এই স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয় যা ‘বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টার’ নামে পরিচিত।

পূর্বাচলের নতুন এই ভেন্যুটিতে রয়েছে ৩৩ হাজার বর্গমিটারের প্রদর্শনী স্পেস

সর্বশেষ - আন্তর্জাতিক