মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তুরাগে বসতবাড়িতে আগুন, তিনজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২২ ৫:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর চারটার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, চন্ডল ভোগের মানিক বস্তির সরুজ মিয়ার টিন শেডের একটি ঘরে আমরা ভোর ৪টা ২০ মিনিটে আগুল লাগার খবর পাই। আমাদের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে উদ্ধার অভিযান চালিয়ে তিন জনের দগ্ধ মরদেহ পাওয়া যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক