বাংলাদেশি কূটনীতিক ও মিশনগুলোর যথেষ্ট নিরাপত্তা দেবে ভারত। আর এখনই মিশন ছোট করার চিন্তা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানিয়েছেন, ময়মনসিংহে হিন্দু নাগরিক হত্যা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করছে বাংলাদেশ।
ভারতের ত্রিপুরার পর দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ করেছে দেশটির কিছু নাগরিক। এই প্রতিবাদ আটকাতে ভারত রীতি মানেনি দাবি ঢাকার। আর এজন্য দেশটিতে বসবাসরত কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের।
এসব বিষয়ে সাংবাদিকরা জানতে চান পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, এখনই মিশন ছোট করার চিন্তা নাই, নিরাপত্তা নিশ্চিতে ভারতকে বলা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এখনও ভরসা রাখছি যে, ভারত যথাযথ ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূতাবাসের সামনে যে তারা শুধু এসে দুটো স্লোগান দিয়ে গেছে তা না। হাইকমিশনের ভেতরে হাইকমিশনারের পরিবার বাস করে। তারা কিন্তু হুমকি অনুভব করেছেন।
সাংবাদিকরা প্রশ্ন করেন ময়মনসিংহে নাগরিক পুড়িয়ে হত্যার পর ভারতের বিবৃতি নিয়ে। জবারে তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগারিক নৃশংসভাবে খুন হয়েছেন। এটার সঙ্গে পুরো মাইনরেটির নিরাপত্তাকে এক করে ফেলার কোনো মানে হয়না। এই হত্যা অবিলম্বে অ্যাকশন নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এ অঞ্চলের সব দেশেই ঘটে। প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ সেটা নিচ্ছে। অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে।
ভারতে মিশনগুলোর পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে ঢাকা জানান পররাষ্ট্র উপদেষ্টা।














The Custom Facebook Feed plugin