শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কুমিল্লায় বিএনপির প্রতিনিধি সভায় ভাঙচুর গুলি, আহত ৫০

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

কুমিল্লায় বিএনপির বর্ধিত সভা ও আওয়ামী লীগের শান্তি মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার বিকেলে জেলার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও আওয়ামী লীগের শান্তি মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলি ছুড়েছে। এতে স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন ও যুবদল নেতা ফিরোজ গুলিবিদ্ধ হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অনেকেই।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, বেলঘর উত্তরে আমাদের একটি প্রতিনিধি সভা ছিল। দুপুর দুইটা থেকে আওয়ামী লীগের লোকজন সেখানে মহড়া দেয়। তারা লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের লোকজন। দুপুর দুইটার পর তারা প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলি চালায়। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মফিজুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

এমন অভিযোগ অস্বীকার করেছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার। তিনি বলেন, মনিরুল হক চৌধুরী মনে হয় দিবা স্বপ্ন দেখছেন। বরং গৈয়ারভাঙ্গা-বেলঘর সড়কে মিছিল চলাকালে বিএনপির লোকজন আমাদের ওপর গুলি চালিয়েছে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়েছে।

লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা বলেন, আমরা বিকেলে শান্তি মিছিল করেছিলাম। বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের মিছিলে গুলি করে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। আমরা মামলা করবো।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ বলেন, একই এলাকায় আওয়ামীলীগ-বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মারা গেছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ

আ.লীগের পদ যেন আলাদিনের চেরাগ ভালুকার মোস্তফা পরিবারে

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড

এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ ‘প্রেমিক’ গ্রেফতার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স-জার্মানি: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

আসন্ন জাতীয় নির্বাচনে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী চুন্নু!

সুবর্ণচরে ধর্ষণের মামলায় ১০ জনের ফাঁসির আদেশ

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

পিয়ন জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ, টাকার হিসাবে ৪০০ কোটি