বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মধ্যাহ্ন ভোজন করিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়ের বাবা।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজে ডিবি কার্যালয়ে গেলে ডিবিপ্রধান তাকে মধ্যাহ্ন ভোজ করান।
সূত্র জানায়, ব্যক্তিগত কাজে দুপুরে ডিবি অফিসে যান নিতাই রায় চৌধুরী। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন। পরে দুই জনে একসঙ্গে দুপুরের খাবার খান। খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবিপ্রধান নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন।
এর আগে ২৯ জুলাই ডিবিতে হরেকপদের খাবার দিয়ে আথিতেয়তা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।












The Custom Facebook Feed plugin