রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাতীয় নির্বাচনে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে: ইসি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সমালোচনা এড়াতে আগামী জাতীয় নির্বাচনে ব্যালট সকালে কেন্দ্রে যাবে।

রোববার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি কমিশনার বলেন, নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা, চ্যালেঞ্জ আছে, থাকবে। নির্বাচন কমিশন এসব মোকাবেলা করে কাজ করবে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্বাচন কমিশনে কিছু করার নেই, তবে প্রশমিত হবে। নির্বাচন কমিশন মনে করে, বিএনপি ইসিকে আস্থায় নেবে এবং ভোটেও অংশ নেবে।

ভোট নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো মহল থেকে চাপ নেই বলেও জানান এই নির্বাচন কমিশনার।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণ শুরু হবে আগামী মাসে। এরপর ১০/১২ লাখ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত