বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি মনের অজান্তেই কালো পতাকা নিয়ে শোক মিছিল করছে।
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
যে মিছিলে মানুষের অংশগ্রহণ নেই সেটা গণমিছিল হয় কী করে প্রশ্ন রেখে কাদের বলেন, বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে, গলায় জোর নেই। তাদের মিছিল, সমাবেশে কর্মী কমতির দিকে। বিএনপির বাজার ভাঙা হাটের মতো। খালেদা জিয়া দেশ চালাবে, তারেক রহমান দেশে ফিরে আসবে। কোথায় গেলো গলাবাজি!
তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপির ‘নাটক’ তাদের কর্মীরাও পছন্দ করে না। ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে, তাহলে তিনি কেন বিদায় নেবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হাওয়া ভবন, লুটেরাদের হাতে দেশ নিরাপদ নয়। সৎ নেতা শেখ হাসিনার ওপরই আবারও দেশের মানুষ আস্থা রাখতে চায়। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে হারানোর মতো রাজনৈতিক শক্তি দেশে নাই।