রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রাতে জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩ বগিতে আগুন

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস নামে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে জামালপুর সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস নামে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জামালপুরের সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রহুল আমিন  বলেন, আমাদের কাছে রাত ১টা ২০ মিনিটের দিকে খবর আসে। পরে দ্রুত দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনটির দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুইজন নারী এ ঘটনায় দগ্ধ হয়েছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

সর্বশেষ - রাজনীতি