বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয়, কোরবানির ঈদের আগেই ভারতীয় ভূখণ্ডে পৌঁছেছেন। তিনি ঈদ উদ্যাপন করেছেন মায়ের সান্নিধ্যে। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে মানবজমিন এই খবর দিয়েছে।
শেখ হাসিনা গণবিক্ষোভের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণের পর এই প্রথম পরিবারের কাউকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি নয়াদিল্লির একটি সুরক্ষিত আবাসনে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সজীব ওয়াজেদ জয় আপাতত জনসমক্ষে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিকল্পনা করছেন না। তার পুরো সফরের কর্মপরিকল্পনা এখনও অজানা। ভারত সফর এবং মায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
পূর্বে মানবজমিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জয় হঠাৎ করেই মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করে দ্রুত একটি মার্কিন পাসপোর্ট সংগ্রহ করেন। ভারত ভ্রমণের জন্য তিনি ভারতীয় ভিসা প্রার্থনা করেন এবং অনুমোদনও লাভ করেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতিও তিনি পেয়েছেন বলে সূত্র থেকে জানা গেছে।
এই ঈদ উপলক্ষে হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পুতুলও সেখানে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুতুল ২০২৩ সাল থেকে দিল্লিতেই অবস্থান করছেন। তবে, শেখ হাসিনা ও পুতুল উভয়েই দিল্লিতে থাকলেও তাদের মধ্যে সরাসরি সাক্ষাতের কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন এবং অল্প সময়েই নাগরিকত্বের প্রত্যয়নপত্র পেয়ে যান। জানা গেছে, শুধুমাত্র গ্রিন কার্ড থাকলে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ সম্ভব নয়, এবং এজন্যই তার একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হয়। আওয়ামী লীগের একজন নেতার মন্তব্য অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী প্রশাসন তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর প্রবাসে অবস্থান বজায় রাখতে তিনি বাধ্য হয়ে আমেরিকান পাসপোর্ট গ্রহণ করেন।