বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দ. কোরিয়ায় বিমানে আগুন: বাঁচলেন ১৬৯ যাত্রী ও ৭ ক্রু!

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় আবারও ব্যাপক প্রাণহানি থেকে বেঁচে গেলেন ১৭৬ জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায় আসা-যাওয়া করা বিমান যাত্রীদের মধ্যে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন নিহতের ঠিক এক মাসের মাথায় এই দুর্ঘটনা হলো।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহায়ে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারবাস রানওয়ে থেকে উড্ডয়নের আগ মুহূর্তে আগুন ধরে যায়। এয়ার বুসানের ওই বিমানের ভেতরে তখন ১৬৯ জন যাত্রী আর সাতজন ক্রু ছিলেন।

অভিযোগ উঠেছে, আগুন লাগার অন্তত আট মিনিট পর তা নেভানোর তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। একজন সামান্য আহত হলেও বিমানের ভেতর থেকে বাকি সব আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান আর পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন বুসানের মেয়র।

দুর্ঘটনা কারণ অনুসন্ধানের ভিত্তিতে বিমান পরিবহন সংস্থাগুলোকে পর্যালোচনার আওতায় এনে যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। গত ২৯ ডিসেম্বর জিওল্লা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির জেরে সাতদিনের শোক পালন করেছিলো দক্ষিণ কোরিয়া।

সর্বশেষ - আন্তর্জাতিক