শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অস্ত্র কারখানাটির এলটিপি বিভাগে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। খবর-এনডিটিভি

নাগপুরের ভান্ডারা জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা সেখানে রয়েছেন। ছাদ ধসে পড়ায় কারখানার এলটিপি বিভাগে ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। প্রাথমিক অবস্থায় একজনকে মৃত এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে. বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কারখানটির ধ্বংসাবশেষ উদ্ধারে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস। তিনি বলেন, নাগপুর থেকে একটি উদ্ধারকারী দল সেখানে গেছে। মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার বিকেলে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করতে বলার সময় মন্ত্রী বলেন, ভান্ডারায় বড় একটি দুর্ঘটনায় আটজন মারা গেছেন। আরও সাতজন আহত হয়েছেন। এটি প্রাথমিক তথ্য। এটিকে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - আইন-আদালত