পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস।তিনি বলেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় গুতেরেস শুভেচ্ছা জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষ্যে আমি তাদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।’
রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, রমজান হলো ‘পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ’ এবং ‘কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।’












The Custom Facebook Feed plugin