বুধবার , ২১ মে ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইসিতে ভরসা নাই এনসিপির, জরুরিভাবে পুনর্গঠন দাবি

প্রতিবেদক
Newsdesk
মে ২১, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক আচরণ করছে। তাদের কাজে ভরসা নাই। তাই দ্রুত ইসি পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় প্রবেশ চেষ্টা ও সমসাময়িক বিষয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ বলেন, তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে। তবে এর মধ্যে আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি। গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে, সেই কথাটা আমরা বলেছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না। এটা এর আগেও দেওয়া হয়েছে। সরকার প্রয়োজনে গণ পরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুক।

তিনি বলেন, আমরা আশা করি সরকার কোনো দল নয়, জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করবে। জনগণের জন্য কল্যাণকর সিদ্ধান্ত আসা উচিত।

সম্প্রতি দেশের অনেক জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে। অনেক এলাকায় শীর্ষ নেতাদের অনিয়ম, দুর্নীতি, দখলবাজি ইত্যাদির অভিযোগ তুলে অনেক নেতা পদত্যাগ করেছেন। আবার কোথাও নৈতিকস্খলের অভিযোগ অব্যাহিতও পেয়েছেন সংগঠনটির নেতারা।

এ ব্যাপারে নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা প্লাটফর্ম। আশা করি তারা দ্রুত কাউন্সিল করে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করবে। একই সঙ্গে সোমবার ধানমন্ডির ঘটনা নিয়ে এনসিপি তদন্ত করছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

এসময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে ইসি পুনর্গঠন প্রয়োজন। আমরা শুরু ব্যক্তির সংস্কার চাইনি। ইসি দল এবং ব্যক্তির মুখপাত্র হয়ে কাজ করছে। কিন্তু সরকার ইসি সংস্কার প্রক্রিয়া আমলে নিচ্ছে না।

ফ্যাসিবাদী কায়দায় ইসি গঠন করা হয়েছে মন্তব্য করে মন্ত্রণালয়গুলোকে জরুরিভাবে ইসি পুনর্গঠনের উদ্যোগ নিতে আহবান জানান তিনি।

ইসির সিদ্ধান্তের কারণে ঢাকা মহানগর অচল হয়ে গেছে দাবি করে বিএনপিকে উদ্দেশ্য করে নাসির বলেন, নগর ভবনে তালা দেওয়ায় নগরবাসী সেবা পাচ্ছে না। এগুলো করবেন না।

তিনি বলেন, আমরা বাঙালির মুক্তির দিশা খুঁজছি। বিভিন্ন দল ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাসহ দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ইসির আস্থা অর্জনে ভূমিকা রাখবে।

তিনি জানান, এনসিপি সরকারের কাছে নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। এজন্য বুধবার (২১ মে) বেলা ১২টায় ইসির সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক