সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই আসবে।
এই খালাস পাওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিপূর্বে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথা পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেয় সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময় দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, ইতোপূর্বে সীমাহীন জাল জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে।
মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি উল্লেখ জামায়াত আমির বলেন, নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথা পরিকল্পনা করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে সত্যকে চেপে রাখা যায় না।
আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের অবসান ঘটাবে বলেও জানান জামায়াত আমির।