রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন। সিদ্দিককে গত ২০ আগস্ট গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম ২৪ আগস্ট ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি সুপরিকল্পিতভাবে ঘটনার সঙ্গে যুক্ত, এবং তার কাছ থেকে ঘটনার অর্থ যোগানদাতা, পরিকল্পনাকারী ও অন্যান্য পলাতক আসামিদের তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পারভেজ বেপারী গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই ২০২৪ গুলশান থানায় মামলা করেন।
গত ২৯ এপ্রিল সিদ্দিককে বেইলি রোড থেকে আটক করে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।












The Custom Facebook Feed plugin