রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল প্লাটুন ডক্টর ইংলিশ নামে এই কোচিং সেন্টারটি ঘিরে রেখেছে।
এই কোচিং সেন্টারটির পরিচালনায় রয়েছে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে মুনতাসিরুল অনিন্দ্য।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, অভিযানে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের কেউ আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেননি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর এ ধরনের কোনো অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে সেনাবাহিনী তাদের হাতে হস্তান্তর করলে পুলিশ বিস্তারিত তথ্য জানাবে।












The Custom Facebook Feed plugin