ভারি বৃষ্টিপাত, উজান ও পাহাড়ি ঢলের কারণে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে কাপ্তাই হ্রদের পানি। এরজন্য আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বাঁধের জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৪৬ ফুট মিনস সি লেভেলে এসে বিপৎসীমার উপরে থাকায় বিকেল ৪টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।












The Custom Facebook Feed plugin