যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাঁধা সৃষ্টি করবে, জনগণ তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিকে নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। বেগম জিয়াই পরামর্শ দিয়েছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সহজ করতে।
বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা নির্বাচন নিয়ে নানা কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।












The Custom Facebook Feed plugin