জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে আশা দলটির আমীর ডা. শফিকুর রহমানের। শুক্রবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন তিনি একথা বলেন।
ডা. শফিকের দাবি জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল। জামায়াত চাঁদাবাজি করে না। দেশের মানুষ জামায়াতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমীর।
জামায়াতের আমীর বলেন, কোনো এক দলের বেগম পাড়া আছে, আবার কোনো দলের আছে পিসি পাড়া। তবে জামায়াতের এমন কোন পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ভবিষ্যতে ইসলামি আন্দোলনের কেউ কখনও দেশ ছেড়ে যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ চাঁদাবাজদের কারণে পিছিয়ে পড়েছে। না হলে এতদিনে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে থাকত। রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য করা। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
জামায়াত আমির বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।












The Custom Facebook Feed plugin