ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুণ।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
টানা তৃতীয় বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। নতুন করে সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুণ। আগের কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের জায়গায় দায়িত্ব পেয়েছেন তরুণ। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।












The Custom Facebook Feed plugin