নেপালে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তা কাটাতে দেশটির সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তাকেই চেয়েছে জেন-জি। কার্কির পাশাপাশি বৈঠককে আরও রয়েছেন রাজতন্ত্রপন্থী দুর্গা প্রসাই।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে ভদ্রকালীর সেনা সদরে পৌঁছান শিক্ষাবিদ ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বিতর্কিত রাজতন্ত্রপন্থী দুর্গা প্রসাইকেও সেনা প্রহরায় নিয়ে আসা হয় সেনা সদর কার্যালয়ে। সেখানেই সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ভদ্রকালীতে অবস্থিত সেনা সদর দপ্তরের সামনে জেন-জি আন্দোলনকারী, সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের বিপুল জমায়েত রয়েছে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠকের ফলাফল জানার জন্য।
এর আগে, বুধবার জেন জি প্রতিনিধিদের পাঁচ ঘণ্টার বৈঠকে ঠিক হয় নেপাল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ ও ধরনের মেয়র হরকা সামপাংও তাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি সেনা প্রধানকে তরুণদের দাবি মেনে নিতে বলেছেন।
যদিও সেনা সদরের বাইরে অপেক্ষমাণ জেন জি আন্দোলনকারীরা এখনও বলেন্দ্র শাহের সমর্থনে স্লোগান দিয়ে চলেছেন। তা নিয়ে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা শুরু হলে সেনা সদস্যরা লাউড স্পিকারে জমায়েতকারীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেন।
এর আগেই বুধবার সেনাপ্রধান অশোক রাজের সঙ্গে দেখা করে দুর্গা প্রসাই জানিয়ে দেন, তিনি ক্ষমতার জন্য লালায়িত নন। এক বার্তায় তিনি বলেন, নেতৃত্ব হাতে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। দেশের মঙ্গলের জন্য যা হওয়া উচিত তাই হোক। যিনি দায়িত্ব নেবেন, তারকে পুরোপুরি সহযোগিতার আশ্বাস দেন দুর্গা প্রসাই।
এদিকে, দু’দিন বন্ধের পর সকাল থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। একই সঙ্গে জাতীয় ব্যাংক কর্তৃপক্ষও সব ব্যাংককে কাজ শুরুর নির্দেশ দিয়েছে। অবশ্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। আর কয়েকদিন পরেই শুরু পূজা উৎসব। তাই ছুটির দিন বাড়ানো হয়েছে।













The Custom Facebook Feed plugin