এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হন ওপেনার সাইম। এতে টানা দ্বিতীয় ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন বাঁহাতি ব্যাটার। ফিরতি ওভারে জাসপ্রিত বুমরাহ তুলে নেন মোহাম্মদ হারিসকে। দুই পেসারের আক্রমণের পর মঞ্চে আর্বিভূত হন ভারতের তিন স্পিনার- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী।
পর পর দুই উইকেট নিয়ে শুরুটা করেন অক্ষর প্যাটেল। আর সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার মুড়িয়ে দেন চায়নাম্যান স্পিনার কুলদীপ। এক উইকেট নেন বরুণ চক্রবর্তী। শুরু থেকে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে ১২৭ রানে সংগ্রহ এনে দিতে সহায়তা করেন ওপেনার শাহিবজাদা ফারহান। তবে সবচেয়ে বড় অবদান শাহীন আফ্রিদির। বোলিংটা মূল কাজ হলেও আজ এক ঝোড়ো ব্যাটিং করেছেন পাকিস্তানি পেসার। ২০৬.২৫ স্ট্রাইকরেটে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কায়












The Custom Facebook Feed plugin