বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে- এই অভিযোগ তুলে অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে। তবে কোন অপশক্তি যেনো নির্বাচনের দিন কোনো প্রকার হামলা, সহিংসতা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশে কোনো একতরফা নির্বাচন হচ্ছে না। দেশে যেটা হচ্ছে সেটা একতরফা বিরোধিতা।
বিএনপি নির্বাচনে বাধা দিলেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কেনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তা নিয়েও প্রশ্ন করেন করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, নিজে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন।
আসন্ন ভোটে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এবারো মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক নৌকা।
কাদের বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশের মানুষের সঙ্গে আছে আওয়ামী লীগ।
তিনি বলেন, বিএনপি নিজেই একটা ডামি দল। হরতাল আন্দোলনের মরচে ধরা হাতিয়ার। এ হাতিয়ার বিএনপি এর আগেও ব্যবহার করেছে, কোনো লাভ হয়নি।
তবে বিএনপি নির্বাচনে এলে জোরালো প্রতিযোগিতা হতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তটা আছে। ভালো আসন পাবো, তবে কত আসন পাবো সেটা আগেই অনুমান করা যাবে না।
এবার সংসদে বিরোধীদল কে হবে তা নির্বাচনের পর বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।












The Custom Facebook Feed plugin