নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত নারী ফুটসাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৪তম। সেখানে এক ধাপ অবনমন হয়েছে সাবিনাদের। অন্যদিকে প্রতিবেশী ভারত আছে ৮৭তম স্থানে।
বাফুফের নতুন কমিটি ফুটসালে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল, যার জন্য ইরানি কোচও আনা হয়েছে। তবে আন্তর্জাতিক আসরে অংশ না নেওয়ায় পুরুষ ফুটসালে এখনো র্যাঙ্কিং নেই বাংলাদেশের।
বাংলাদেশ নারী ফুটসাল দলের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ ফুটসালে। ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এটিই ছিল তাদের একমাত্র অংশগ্রহণ।
২০১৫ সালে শুরু হওয়া নারী এশিয়ান কাপ ফুটসালের দ্বিতীয় আসরে (২০১৮) সরাসরি খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল এন্ট্রি দেওয়ায় সেবার বাছাই পর্ব হয়নি। সাত বছরের বিরতি শেষে এবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার তৃতীয় আসর।
ফিফার নিয়ম অনুযায়ী চার বছরের মধ্যে কোনো ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে দল বাদ পড়ে। তবে ছয় বছরের বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বাংলাদেশ নারী দল তালিকায় টিকে আছে। জাতীয় দলের বাইরে অধিনায়ক সাবিনা খাতুন একাধিকবার মালদ্বীপে ফুটসাল খেলেছেন। এছাড়া জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েছেন।












The Custom Facebook Feed plugin