খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও যিশুর জন্মভূমি ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরাইল। অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার গভীর রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এই হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে আল-কুদরা বলেন, আল-মাগাজি ক্যাম্পে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা।
আল-মাগাজির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাগাজি শরণার্থী শিবিরটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। হামলায় ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
আমাদের সবাইকে টার্গেট করা হয়েছিল উল্লেখ করে আহমেদ তুরোকমানি নামে এক ফিলিস্তিনি বলেন, গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই।












The Custom Facebook Feed plugin