জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে তারা। একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে একথা জানান তিনি।
জার্মান রাষ্ট্রদূত ট্র্যোস্টার বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণেও পাশে থাকবে তারা।
আলোচনায় শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণসহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।












The Custom Facebook Feed plugin