রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। উদ্ধার তৎপরতায় পরে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, উদ্ধার কাজ শেষ হলে তারা এই ঘটনার তদন্তে নামবে।
বেনাপোল থেকে আসা এই ট্রেনের এক যাত্রী বলেন, আমি ট্রেনের ছয় নম্বর বগিতে ছিলাম। আগুন সামনের দিকে কোনো এক বগিতে লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।
আরেক যাত্রী বলেন, স্টেশনের কাছাকাছি আসায় যাত্রীরা সবাই নামার প্রস্তুতি নিচ্ছিলো। এরকম সময় আগুন লাগে। অনেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে প্রাণ বাঁচাই।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ট্রেনটি বেনাপোল থেকে যথাসময়ে ছেড়ে আসার পর শুক্রবার রাত ৯টার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটারের গোপীবাগ রেললাইনে ট্রেনটির পেছনের তিনটি বগির আগের দুটি (চ ও ছ) বগিতে আগুন লাগে। এরপর সামনের পাওয়ারকার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ারকারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার বগিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনের ঘটনায় কতজন মারা গেছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।












The Custom Facebook Feed plugin