মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দেশটির রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন তো বটেই, খাবার খেতেও তার সমস্যা হতো। ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে তাকে নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিন্ট সোয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ওই সময় দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে দায়িত্বভার অস্থায়ীভাবে হস্তান্তর করেন।
সূত্র: এপি












The Custom Facebook Feed plugin