লিওনেল মেসির নেতৃত্বে যেন ঝড়ের বেগে ছুটছে ইন্টার মিয়ামি। শনিবার লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাবটি।
শনিবার ভোরে ঘরের মাঠ ভিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শার্লোট এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচেও গোল পেয়েছেন মেসি।
ম্যাচের দ্বাদশ মিনিটে জোসেফ মার্টিনেজের দারুণ এক স্পটকিকে এগিয়ে যায় মিয়ামি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান মেসিরা।
ইন্টার মিয়ামি তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৮তম মিনিটে। মিয়ামির আক্রমণ প্রতিহত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন শার্লট এফসির মালান্দা।
তবে তখনও বাকি ছিল মেসি পর্ব। ম্যাচের ৮৬তম মিনিটে আসে সেই মুহূর্ত। বাঁ পায়ের দারুণ এক শটে ব্যবধান ৪-০ করেন আর্জেন্টাইন গোট। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
মিয়ামির জার্সিতে পাঁচ ম্যাচেই গোল করেছেন মেসি। লিগ কাপে মেসির গোলসংখ্যা এখন আট।












The Custom Facebook Feed plugin