ইসরাইলের কাছে বন্দী থাকা ফিলিস্তিনিদের বহনকারী কয়েকটি বাস রামাল্লায় পৌঁছেছে। ইসরাইলের মুক্তি দেওয়া কিছু ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে সোমবার (১৩ অক্টোবর) নিশ্চিত করেছে আল-জাজিরা।
এর আগে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজায়ও যায়। মুক্তি পাওয়া বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায়। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানা গেছে।
তবে তাদের মধ্যে আগের মতো উৎসবের আমেজের বদলে এবার দেখা যাচ্ছে অনিশ্চয়তা। অপেক্ষমান পরিবারগুলোর অভিযোগ, এই চুক্তি এত দ্রুত সম্পন্ন হওয়ায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন হয়েছে।
দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে সোমবার মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়— প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও ১৩ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরাইলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এই মুক্তি প্রক্রিয়া চলাকালেই ট্রাম্প সোমবার সকালে এয়ার ফোর্স ওয়ানে করে ইসরাইলে অবতরণ করেন।
সূত্র: আল জাজিরা












The Custom Facebook Feed plugin