তিন দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া এক ঘণ্টার আল্টিমেটাম শেষে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। এদিন বিকাল ৪টায় এই পদযাত্রা শুরু হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গুলিস্তান পৌঁছে গেছেন তারা।
এর আগে এদিন অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব।
ঘোষণায় তিনি বলেন, আমরা একটি আল্টিমেটাম দিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যদি মন্ত্রণালয় ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসে, তবে সচিবালয় ঘেরাও হবে। দেড়টার মধ্যে যদি কোনো সমাধান না হয় তবে দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে। এ সময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি- দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীর আবাসন ভাতার ব্যবস্থা করা












The Custom Facebook Feed plugin