ইসরাইলি হামলায় ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল জুমহুরিয়া এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার বাসভবনে বিমান হামলায় রাহাভিসহ তার কয়েকজন সহযোগী নিহত হন। এটি আগেরদিনের হামলা থেকে আলাদা একটি হামলা ছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন সিনিয়র হুথি মন্ত্রীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। সেইসাথে ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।












The Custom Facebook Feed plugin