মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘অবৈধ রেলক্রসিংয়ে’ ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে সাত

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো সাত জন। আহত একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি রেল গেটে এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম রে‌লও‌য়ে ফাঁড়ির ও‌সি ইমরান হো‌সেন জানান, নতুন করে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- বাকশিমুল গ্রামের আলী আহমদ ও হোসনে আরা। কুমেক হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।

এর আগে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে যাদের মৃত্যু হয় তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রাফিস মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

তিনি জানান, এসময় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে আরও দুই জন হাসপাতালে মারা যান।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আইনি প্রক্রিয়া শেষ করবেন।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আকাক্তার, এখানে রেল গেট না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রেল গেট স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চিঠি চালাচালি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক