‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী পাঁচ আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টসহ সব আদালত ও ট্রাইব্যুনাল বন্ধ থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিবছর পাঁচ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ওই দিন সাধারণ ছুটির আওতায় বন্ধ থাকবে।












The Custom Facebook Feed plugin