বুধবার , ১০ জুলাই ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগামী ৪সাপ্তাহ আপাতত ‘কোটা বাতিলের পরিপত্র বহাল থাকবে’

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১০, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে চার সপ্তাহের স্থিতিবস্থা জারি করেছে আপিল বিভাগ।

অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়ের আগে কোটা বাদেই চাকরির যে ব্যবস্থা ছিল, তাই এখন বজায় থাকবে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী সাত আগস্ট।

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।

বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এ স্থিতাবস্থা জারি করে আদেশ দেন।

হাইকোর্টের স্থিতিবস্থার আদেশের পর আদালত সব শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহবান জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বক্তব্য আদলাতে উপস্থাপন করার পরামর্শও দেওয়া হয়েছে।

আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না উল্লেখ করে উচ্চ আদালতটি জানায়, স্থিতাবস্থা থাকাকালীন হাইকোর্টের রায় কার্যকর হবে না।

এদিন শুরুতেই শুনানি করছেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

এর আগে সকালে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানির জন্য বেলা সাড়ে ১১টা নির্ধারণ করা হয়।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

তবে এ আদেশ না মেনে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে শাহবাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নাম ঘোষণা করছেন আন্দোলনকারীরা। শনিবার শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

এর ব্যাখ্যায় তারা জানান, রোববার সারা দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া। কর্মসূচির আওতায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করবেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধর্মঘটে ব্যাহত চিকিৎসাসেবা, চরম ভোগান্তিতে রোগীরা

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

উপদেষ্টাদেরও সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি

আ.লীগ-বিএনপিসহ ৩৯ দলের তথ্য নিচ্ছে ইসি

সর্বোচ্চ ২ লাখ ৪৯ হাজার ভোট পেয়ে জয়ী শেখ হাসিনা

মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ অভিবাসীসহ আটক ৫১

আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজা বাতিল ও জামিন চেয়ে হাজি সেলিমের আপিল

বিমানবন্দরে নেমেই একজনকে রক্তাক্ত করলো বসুন্ধরা গ্রুপের মালিকের ছোট ছেলে সাফওয়ান সোবহান তাসভির

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ চীনের নজর ভূরাজনীতিতে, বাংলাদেশের জোর বাণিজ্যে