বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্দোলনে আহতদের আল্টিমেটাম, রাত দশটার মধ্যে আসতে হবে ৪ উপদেষ্টাকে

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৩, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গণঅভ্যুত্থানে আহতরা। আজ বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার মধ্যে স্বাস্থ্য, তথ্য , যুব ও সমাজকল্যাণ উপদেষ্টাকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দেন তারা।

এরইমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেখানে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। বিক্ষোভকারীরা তাকে বলেন, এই ৪ উপদেষ্টাকে এখানে এসে সমস্যার সমাধান দিতে হবে।

আন্দোলকারীরা জানান, যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। সেখানে ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনের একাংশের আহতরা, বাকিরা ছিলেন তৃতীয় তলায়। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় সেখানে থাকা আহতরা ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক