শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইসকনকে নিষিদ্ধে প্রয়োজনে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৯, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা।

ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এ হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে বাংলাদেশের মুসলিমরা। কিন্তু ইসকনের সঙ্গে কোনও আপস নয়। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও জানায় হেফাজত নেতারা।

আমির আহমদ বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনও হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি। ফ্যাসিবাদের দোসরদের ফাঁদে পা দেওয়া যাবে না।

সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আওয়ামী লীগ ইসকনের ওপর ভর করে আবারও আসতে চায়। কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।

দলটির আরেক নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা জঙ্গি সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেওয়া যাবে না।

তাদের দাবি, ইসকনের আড়ালে কেউ কেউ এখনও দেশকে অস্থির করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ইসকনকে নিষিদ্ধ করে তাদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে জানানো হয় বিক্ষোভ থেকে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এই সমাবেশের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক