শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কলকাতায় আবারও ‘মেয়েদের রাত দখল’

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আবারও ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে গেলো ১৪ আগস্ট রাতে রাজনৈতিক কর্মী রিমঝিম সিংহের ডাকে পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গের নারী-পুরুষরা। এবারও রিমঝিমসহ কলকাতার একাধিক রাজনৈতিক কর্মী নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে আবারও পথে নামবেন আন্দোলনকারীরা। এবারের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার কথা উল্লেখ করে তারা জানান, গুপী গাইনেরা যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সেভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান তারা।

কলকাতাভিত্তিক গানের দল, নাচের দল ছাড়াও সাংস্কৃতিক জগতের সবাইকে এই কর্মসূচিতে যোগ দিতে আহবান জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে গেলো মাসে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

এর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’ প্ল্যাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় নেমেছেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক