সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক এমপি মন্ত্রীসহ ১৩ আসামিকে

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৮, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ আসামিকে। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হবে না আব্দুর রাজ্জাককে। অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারবেন না এমন কথা থাকলেও শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল।

১৩ জনের আসামির এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দিবে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী।

১৪ দলের শরীক নেতা- রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। এই তালিকায় আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও।

চিফ প্রসিকিউটর জানান, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হচ্ছে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক